‘জলকেলি’ শীর্ষক এক জলরং প্রদর্শনী আজ ২৬ জুলাই ২০১৬ মঙ্গলবার দুপুরে উদ্বোধন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। এ সময় শিল্পী জামাল আহম্মেদ ও আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।
৬জন সমসাময়িক দলীয় এই প্রদর্শনীতে শিল্পীরা হলেন আরিফুল ইসলাম, ইস্কান্দার মির্জা, সৈকত হোসাইন, জান্নাতুল ফেরদৌস, রফিকুল ইসলাম এবং শেখ ফাইজুর রহমান। সকলেই একই মাধ্যমে কাজ করলেও চিত্র কর্মগুলোর মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন স্বাতন্ত্র্য। আরিফুল ইসলাম তার কাজে ফুটিয়ে তুলেছেন পুরান ঢাকার জীবনযাত্রা। ইস্কান্দার মির্জা বেছে নিয়েছেন ফুল লতাপাতা। তিনি প্রাচ্যদেশীয় ও আধুনিক জলরং কৌশলের এক মিশ্রণ ঘটিয়েছেন এবং ঘোড়ার চারিত্রীক বিষয় ফুটিয়ে তুলেছেন। সৈকত হোসাইনের কাজে ফুটে উঠেছে গ্রামের জীবনযাত্রা এবং প্রকৃতিতে আলোর উপস্থিতি। জান্নাতুল ফেরদৈাস বেছে নিয়েছেন প্রকৃতির মধ্যকার বিমূর্ত প্রকাশ। রফিকুল ইসলামের অনুপুঙ্খ যান্ত্রিক জটিলতা উপস্থাপন আমাদের যান্ত্রিক জীবনেরই প্রতিনিধিত্ব করছে। শেখ ফাইজুর বিষয় হিসেবে বেছে নিয়েছেন জাহাজ ও অন্যান্য নৌযানকে। আলোছায়ার বৈপরীত্য ও রেখার প্রাধান্য পেয়েছে তার কাজে।
প্রদর্শনী চলবে আগামী ৩১ জুলাই ২০১৬ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
--------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
‘জলকেলি’ শীর্ষক এক জলরং প্রদর্শনী আজ ২৬ জুলাই ২০১৬ মঙ্গলবার দুপুরে উদ্বোধন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ দফতর)