ফ্রান্সের পাউল সাবাটিয়ের ইউনিভার্সিটির (Paul Sabatier University) Institute de Recherché Pour le Development-এর গবেষণা পরিচালক ও উর্দ্ধতন গবেষক বিশিষ্ট ভূ-প্রকৃতিবিদ স্টিফান ক্যালমান্ট (Stephane Calmant) আজ ২৬ জুলাই ২০১৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ তার সঙ্গে ছিলেন ।
সাক্ষাৎকালে তারা পাউল সাবাটিয়ের ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভূ-প্রকৃতি ও সমুদ্র বিদ্যা বিষয়ক শিক্ষা ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এসময় উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিনিময় কার্যক্রমের সম্ভাব্যতা নিয়ে তাঁরা মতবিনিময় করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করায় অতিথিকে ধন্যবাদ জানান।
-----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফ্রান্সের পাউল সাবাটিয়ের ইউনিভার্সিটির (Paul Sabatier University) Institute de Recherché Pour le Development-এর গবেষণা পরিচালক ও উর্দ্ধতন গবেষক বিশিষ্ট ভূ-প্রকৃতিবিদ স্টিফান ক্যালমান্ট (Stephane Calmant) আজ ২৬ জুলাই ২০১৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ তাঁর সঙ্গে ছিলেন । (ছবি: ঢাবি জনসংযোগ)