ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়লগ (সিআইআইডি)-এর উদ্যোগে এবং সিআইআইডি ও এসিডবিøউএওয়াই-এর সহায়তায় ‘Interfaith Conference: Dialogue for Peace & Harmony’ শীর্ষক দু’দিনব্যাপী সম্মেলন গতকাল ৩০ জুলাই ২০১৬ শনিবার সন্ধ্যায় আর সি মজুমদার আর্টস মিলনায়তনে সমাপ্ত হয়েছে। সমাপণী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনের সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারপার্সন ড. ফাদার তপন কামিলুস ডি রোজারিও, বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস্ ফোরামের জেনারেল সেক্রেটারি সঞ্জিব দ্রং, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়–য়া, যুক্তরাজ্যের রাইট স্টার্ট ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক রাওয়াদ মাহউব, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিনা এম সিদ্দিকী বক্তব্য রাখেন।
গত ২৯ জুলাই ২০১৬ শুক্রবার বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া হক এবং সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আফসান চৌধুরী।
দু’দিনব্যাপী এ সম্মেলনে বক্তারা জঙ্গিবাদ মোকাবেলায় ধর্মীয় সচেতনতার গুরুত্ব তুরে ধরেন। তারা মনে করেন আর এ ধরণের ধর্মীয় জঙ্গিবাদ মোকাবেলায় ধর্ম সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ অত্যন্ত জরুরি। বক্তারা বলেছেন, জঙ্গিবাদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্মের দোহাই দিয়ে যারা জঙ্গিবাদ করছে তারা উগ্র ও ধর্মান্ধ। ধর্মের অপব্যাখ্যার মাধ্যমেই তারা জঙ্গিবাদ করছে। সঠিক ধর্মজ্ঞান থাকলে কেউ এই পথে যাবে না।
--------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়লগ (সিআইআইডি)-এর উদ্যোগে এবং সিআইআইডি ও এসিডবিøউএওয়াই-এর সহায়তায় ‘Interfaith Conference: Dialogue for Peace & Harmony’ শীর্ষক দু’দিনব্যাপী সম্মেলন গতকাল ৩০ জুলাই ২০১৬ শনিবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে সমাপ্ত হয়েছে। সমাপণী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)