ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘জঙ্গিবাদ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে অশুভ শক্তিকে।’ হোলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ১ মাস পূর্তি উপলক্ষে আজ ১ আগস্ট ২০১৬ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’র কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠান সঞ্চালন করেন। বিশ্ববিদ্যালয়ে আগত কোরিয়ান ইয়ং হা গার্লস হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদল মানববন্ধনে অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, দফতরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী তাদের স্ব স্ব ব্যানার সহকারে মানববন্ধনে যোগ দেয়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আগস্ট মাস শোকের মাস, এই মাসে জঙ্গিবাদকে নিন্দা জানানোর ভাষা নেই। যারা সরাসরি এসব হত্যাকান্ডের সাথে জড়িত, যারা ঘটিয়েছে, আশ্রয়-প্রশ্রয়দাতা, যারা অর্থায়ন করে, তারা মানুষের পর্যায়ে পড়ে না, এই অমানুষদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, পৃথিবীকে রক্ষা করতে হবে, এই অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে। ১৬ কোটি মানুষের দেশে এদের সংখ্যা একেবারেই নগন্য, এদের কার্যক্রমকে প্রতিরোধ করা অসম্ভব কিছু নয়, শুধু প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ অবস্থান এবং আজকের এই মানববন্ধন প্রমান করে যে আমরা কতোটা ঐক্যবদ্ধ।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শহর বন্দর গ্রামে গণপ্রতিরোধ গড়ে তুলে জঙ্গী ও সন্ত্রাস নির্মূল করার আহŸান জানিয়ে বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য অসাম্প্রদায়িক। মুক্তিযুদ্ধে এক কাতারে সব মানুষের অংশগ্রহণ প্রমাণ করে এই দেশ অসাম্প্রদায়িক এবং আমরা শান্তিকামী মানুষ। সুশিক্ষাকে ধারণ করে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে দেশকে, সমাজকে তথা পৃথিবীকে আলোকিত করে জঙ্গিবাদ নির্মূল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২৫ জুলাই ২০১৬ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
-------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ ১ আগস্ট ২০১৬ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে আগত কোরিয়ান ইয়ংহা গার্লস হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদল মানববন্ধনে অংশগ্রহণ করে। (ছবি: ঢাবি জনসংযোগ)