ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের প্রিন্সিপ্যাল এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জনাব মো. মশিয়ার রহমান আজ ১১ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার ভোর রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
জনাব মো. মশিয়ার রহমান -এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবাণীতে উপাচার্য বলেন, জনাব মো. মশিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের একজন নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মো. মশিয়ার রহমানের জন্ম ১৯৫৮ সালে ঝিনাইদহ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৭৮ সালের ৯ জানুয়ারি চাকুরীতে যোগদান করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ে প্রিন্সিপ্যাল এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ভবনের সম্মুখে তাঁর নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়