জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর রিভিউ প্রতিযোগিতা’ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা আজ ২২ আগস্ট ২০১৬ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষণা পত্রের রচয়িতা, বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার আমির-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক এম এম মহীউজ্জামান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির মডারেটর ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী। ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির সহ-সভাপতি সাহস মোস্তাফিজ অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ৪র্থ শ্রেণী কর্মচারীদের পক্ষে গরিব মেহনতি মানুষের জন্য যে আন্দোলনের সূচনা করেছিলেন, তা থেকে এগিয়ে গেছেন জাতীয় মুক্তি সংগ্রামের দিকে। জীবনব্যাপী আপসহীনভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন। বাঙালী জাতিকে মুক্তিযুদ্ধের মাধ্যমে দিয়েছেন স্বাধীনতা। তাঁর সংগ্রামী জীবন থেকে শিক্ষা অর্জন করার এবং তাঁর দর্শন থেকে অভিজ্ঞতা অর্জন করে উপাচার্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান।
অনুষ্ঠানের মূল আলোচক ব্যারিস্টার আমির-উল-ইসলাম বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বঙ্গবন্ধুর জীবনের আদর্শ ঐতিহাসিক জীবন সংগ্রামের চিত্র তুলে ধরেন।
আলোচনা শেষে প্রতিযোগিতায় পাঁচজন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে বই, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন আইন বিভাগের ছাত্র খায়রুল ইসলাম তাজ এবং যৌথভাবে রানার্স আপ হন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ছাত্র রাফি শামস ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মো. রাগীব হাসান। এছাড়া, আরও দুইজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
-------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর রিভিউ প্রতিযোগিতা’ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা আজ ২২ আগস্ট ২০১৬ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষণা পত্রের রচয়িতা, বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার আমির-উল-ইসলাম। ছবিতে অতিথিদের সাথে পুরস্কারপ্রাপ্তদের দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)