নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (ডিউপিএস)-এর ১৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ২৯ আগস্ট ২০১৬ রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এর আগে উপাচার্যের নেতৃত্বে এক র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া, এক আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি ১৯৯৯ সালের ২৯ আগস্ট তরুণ সমাজকে আলোকচিত্র শিল্পে উদ্বুদ্ধ করার লক্ষ্যে যাত্রা শুরু করে।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (ডিউপিএস)-এর ১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ২৯ আগস্ট ২০১৬ রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। (ছবি : ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (ডিউপিএস)-এর ১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ২৯ আগস্ট ২০১৬ রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক র্যালির নেতৃত্ব দেন। ছবিতে উপাচার্যের সাথে ফটোগ্রাফি সোসাইটির সদস্য ও অংশগ্রহণকারীদের দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)