আজ ৩১ আগস্ট ২০১৬ বুধবার অপরাহ্নে এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে গণিত বিভাগ ও ফলিত গণিত বিভাগের উদ্যোগে রেজাউর রহমান অডিটোরিয়াম-এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এর আজীবন ট্রাস্টি এম মিজানুর রহমান স্মরণে এক আলো সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণিত বিভাগের চেয়ারম্যান অমূল্য চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুিষ্ঠত এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের বিপুল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত গণিত ভবনের উল্লেখ করে তাঁর বক্তব্যে বলেন- এই ধরণের গুণী ব্যক্তিগন জ্ঞান বিজ্ঞানের প্রসারের জন্য যে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। শিক্ষা কর্মকাÐ ও বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণসহ এ ধরনের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহŸান জানান উপাচার্য।
উল্লেখ্য, এ এফ মুজিবুর রহমান গণিত ভবন নির্মাণ ছাড়াও গণিতের প্রসারের জন্য কাজ করে যাচ্ছে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। ভবন প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা এবং এ এফ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে এম মিজানুর রহমান গত ১৭ জুলাই ২০১৬ তারিখে ইন্তেকাল করেন।
---------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়