গতকাল ৪ সেপ্টেম্বর ২০১৬ রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফ্ফর আহমদ মিলনায়তনে বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক ভারতীয় প্রতিনিধি দলের পারস্পরিক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি যিষ্ণু প্রসন্ন মুখার্জী-এর নেতৃত্বে ৬-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল এতে অংশগ্রহণ করে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন - ভারতীয় হাই কমিশনের এ্যাটাচি জে পি সিং, আইআইটি বোম্বের অধ্যাপক ড. কিশোর চ্যাটার্জী, আইআইটি কানপুরের অধ্যাপক ড. মুকেশ শর্মা, আইআইটি গৌহাটি’র অধ্যাপক ড. বিপ্লব মন্ডল এবং আইআইটি পাটনা’র অধ্যাপক ড. নলিন ভারতি।
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়। অতিথিদের পক্ষে অধ্যাপক ড. মুকেশ শর্মা, প্রজেন্টেশন এর মাধ্যমে ‘ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি’র ইতিহাস ও বর্তমান অবস্থা সম্পর্কে আলোকপাত করেন। এরপর উন্মুক্ত আলোচনায় ছাত্র-ছাত্রী এবং অনুষদের শিক্ষকরা অংশগ্রহন করেন। আলোচনায় ‘ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি’তে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহন করার প্রক্রিয়া, স্কলারশিপ ও ভিসা সংক্রান্ত বিষয়ে অবহিত করা হয়।
আলোচনা শেষে অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে অতিথিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়