ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আধুনিকায়নকৃত ‘ভাষা সংগ্রামী জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ শ্রেণিকক্ষ’ গতকাল ৬ সেপ্টেম্বর ২০১৬ বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল। সম্মানিত অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. মাহ্ফুজুল ইসলাম।
জাতীয় সংগীত বাজিয়ে, শ্রেণিকক্ষ আধুনিকায়ন কমিটির আহবায়ক বিভাগীয় সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবীরের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ড. সুফিয়া আহমেদ এবং তার পরিবারের সম্পৃক্ততার কথা কৃতজ্ঞচিত্তে স্মরন করেন। সম্মানিত অতিথি ড. সৈয়দ রিফাত আহমেদ ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের এই ধরণের আধুনিকায়নে পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন। প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কক্ষসমূহের আধুনিকায়ন এখন আর বাহুল্যতা নয় বরং সময়ের দাবী। সম্মানিত অতিথি ড. সুফিয়া আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তার ৩ প্রজন্মের সম্পর্কের স্মৃতিচারণ করেন। ৩০৫৭ নম্বর কক্ষটিতে বেশিরভাগ সময় তিনি পাঠদান করেছেন বলে উল্লেখ করেন। এই কক্ষটিকে তারই নামে নামাকরণ করায় তিনি বিভাগ ও বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তার বক্তব্যের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুজন ছাত্রের পদ্মায় ঢুবে মারা যাওয়ার সংবাদ আসায় শোক প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল এবং সচেতন হওয়ার পরামর্শ দেন। শ্রেণিকক্ষটি সুসজ্জিত ও আধুনিকায়নে অর্থায়নের জন্য ড. সুফিয়া আহমেদ এবং তার পরিবারকে ধন্যবাদ জানান। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাথে ড. সুফিয়া আহমেদের পরিবারের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে তাঁদের আন্তরিকতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও ড. সুফিয়া আহমেদ এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আধুনিকায়নকৃত ‘ভাষা সংগ্রামী জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ শ্রেণিকক্ষ’ গতকাল ৬ সেপ্টেম্বর ২০১৬ বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল। সম্মানিত অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ। (ছবি: ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আধুনিকায়নকৃত ‘ভাষা সংগ্রামী জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ শ্রেণিকক্ষ’ গতকাল ৬ সেপ্টেম্বর ২০১৬ বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ। (ছবি: ঢাবি জনসংযোগ)