আচার্য দীনেশচন্দ্র সেনের সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আজ ২৫ সেপ্টেম্বর ২০১৬ রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের ‘ড. দীনেশ চন্দ্র সেন গবেষণা কেন্দ্র’ এবং ভারতের ‘আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি’র যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়া, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও কবি ড. মোহাম্মদ সাদিক। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা, মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ। অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন মানিকগঞ্জ সিংগাইর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ নুরুদ্দিন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সিসিএলপি’র সভাপতি ড. ঈশা মোহাম্মদ ও কার্তিক বিশ্বাস ।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতির বক্তব্যে বাঙলা সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব আচার্য দীনেশচন্দ্র সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপনের আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বাংলা সাহিত্যের ইতিহাস এবং লোক সাহিত্য চর্চায় দীনেশচন্দ্র সেনের পথ নির্দেশনামূলক অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে ভাষাসংগ্রামী অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম এবং বিশিষ্ট কবি সমরেশ দেবনাথকে স্বীয় স্বীয় অবদানের জন্য স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করা হয়।
-------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আচার্য দীনেশচন্দ্র সেনের সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আজ ২৫ সেপ্টেম্বর ২০১৬ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের ড. দীনেশ চন্দ্র সেন গবেষণা কেন্দ্র এবং ভারতের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়া, এমপি। অনুষ্ঠানে ভাষাসংগ্রামী অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম এবং বিশিষ্ট কবি সমরেশ দেবনাথকে স্বীয় স্বীয় অবদানের জন্য স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করা হয়। (ছবি: ঢাবি জনসংযোগ দফতর)