বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ শামসুল হক-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। আজ ২৭ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার বিকেলে সৈয়দ শামসুল হক নগরীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
এক শোক বাণীতে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সৈয়দ শামসুল হক প্রগতিশীল চিন্তাধারার এক মুক্তবুদ্ধি সম্পন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সব্যসাচি লেখক ছিলেন। তাঁর লেখনী বাংলাদেশের মুক্তবুদ্ধির চেতনার সপক্ষে এবং মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দেওয়ার অণুপ্রেরণা হিসেবে বাঙালি পাঠকের কাছে নন্দিত হয়েছে। তিনি নাট্যকার হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন। তাঁর মৃত্যুতে সাহিত্য ও সাংস্কৃতিক অংগনে এক অপুরণীয় ক্ষতি হলো।
উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়