ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রবীণ অধ্যাপক ড. মো: আহসানুল হক আজ ২ অক্টোবর ২০১৬ রবিবার সকালে সেগুনবাগিচাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অধ্যাপক ড. মো: আহসানুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো: আহসানুল হক ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান কৃতি শিক্ষক ও গবেষক। এদেশের মানুষের শিক্ষার অধিকার আদায়ের সংগ্রামে, প্রগতিশীল আন্দোলনে সর্বোপরি স্বাধীকার ও স্বাধীনতার আন্দোলনে তিনি বিশেষ অবদান রেখেছেন।’
উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক ড. মো: আহসানুল হক ১৯৩৩ সালের ৯ জুলাই পাবনা জেলার শাহজাদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫০ সালে মেট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে ৪র্থ স্থান এবং ১৯৫২ সালে প্রথম বিভাগে ১৩তম স্থান পেয়ে ইন্টারমিডিয়েট পাশ করেন। ১৯৫৫ সালে কৃতিত্বের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে বিএ অনার্স এবং ১৯৫৬ সালে এমএ ডিগ্রি লাভ করেন। অধ্যাপক ড. মো: আহসানুল ১৯৫৬-৫৭ সাল পর্যন্ত চৌমুহনী কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৫৭-৬০ সাল পর্যন্ত জগন্নাথ কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৬৩ সালে তিনি সিনিয়র প্রভাষক হিসেবে, ১৯৬৬-৬৭ পর্যন্ত সহকারী অধ্যাপক পদে, ১৯৭২ সালে সহযোগী অধ্যাপক পদে এবং সর্বশেষ ১৯৮৬ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ১৯৬৩-৬৫ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অব ব্রিস্টল’ থেকে থিসিসসহ এম এ ডিগ্রী লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের অন্তর্গত ইংরেজি বিভাগের অধীনে তিনি “ঞ. ঝ. ঊষরড়ঃং ঊধৎষু চড়বঃৎু রহ ঃযব খরমযঃ ড়ভ যরং ড়হি ড়নংবৎাধঃরড়হং ড়হ রঃ” শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন। দেশ-বিদেশের বিভিন্ন স্বীকৃত জার্নালে তাঁর ৪০টিরও অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহŸানে সাড়া দিয়ে অধ্যাপক ড. মো: আহসানুল হক ১৯৭০-৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষসহ প্রশাসনিক নানা কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। বিশেষত প্রাধ্যক্ষ, ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালের ৩০ জুন তিনি অবসর গ্রহণ করেন।
আজ বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদুল জামিয়ায় নামাজে জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
প্রো-উপাচার্যদ্বয়ের শোক প্রকাশ
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক ড. মো: আহসানুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়