ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে গতকাল ১ অক্টোবর ২০১৬ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে জাতীয় পরিবেশ অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছ উল আলম মন্ডল, বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুন নাহার, বিভাগের প্রাক্তন অধ্যাপক কে বি সাজ্জাদুর রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বঙ্গোপসাগরে যেখানে নদীগুলো মিশেছে সেখানে বাংলাদেশের সমান কিংবা তার চেয়েও বড় আরেকটি নতুন ভূখÐ সৃষ্টি হচ্ছে। বড় বড় চর জেগেছে। এই নতুন ভূখÐকে উদ্ধারে অগ্রাধিকার দিতে হবে। তিনি আরো বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পৃথিবীর সম্পদ ব্যবহার করতে হবে। এখন পরিবেশ রক্ষায় গোটা পৃথিবী একত্রিত হয়েছে। এই পৃথিবীকে, বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করতে সামান্যতম হলেও আমাদের অবদান রেখে যেতে হবে।
মুক্তিযুদ্ধের ও নিজে ছাত্রজীবনের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে তোমাদের জন্য একটি দেশ সৃষ্টি করে দিয়েছি। তোমরা সেই দেশের গর্বিত নাগরিক। আমাদের কাজ যেখানে শেষ সেখান থেকে তোমরা দেশকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। নিরলসভাবে কাজ করতে হবে। পরিবেশ অলিম্পিয়াডের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক এবং পরিবেশ কর্মী হিসেবে গড়ে তোলার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। সবশেষে তিনি অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বলেন, ‘এ পৃথিবীতে সব প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই মানুষকে পরিবেশ রক্ষা করতে হবে। দেশে যে পশু পাচার ও বন্যপ্রাণী পিটিয়ে মারার সংস্কৃতি রয়েছে তা দূর করতে হবে।’
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে গতকাল ১ অক্টোবর ২০১৬ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে জাতীয় পরিবেশ অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।