ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুর রশিদ পুরকায়স্থ-এর মৃত্যুতে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ড. আব্দুর রশিদ পুরকায়স্থ ছিলেন একজন কৃতি শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের প্রতিষ্ঠায় এবং ফার্মেসী শিক্ষার ক্ষেত্রে তাঁর অবদান বিশ্ববিদ্যালয় স্মরণ রাখবে।
উপাচার্য মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ড. আব্দুর রশিদ পুরকায়স্থ ১৯৩৫ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গমন করেন। যুক্তরাষ্ট্রে তিনি বিশিষ্ট কেমিস্ট হিসেবে পরিচিত ছিলেন।
উল্লেখ্য, ড. আব্দুর রশিদ পুরকায়স্থ গতকাল ২ অক্টোবর ২০১৬ রবিবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিউ জার্সিতে ঐদিন বাদ জোহর নামাজে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়