ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হল মিলনায়তনে গতকাল ২ অক্টোবর ২০১৬ রবিবার সন্ধ্যায় “ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ডের বৃত্তি” প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্তদের মাঝে বৃত্তির চেক তুলে দেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ডের সভাপতি অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বক্তব্য প্রদান করেন কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ ট্রাস্ট ফান্ডের সদস্য-সচিব অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা। ফাতেমা ইকবাল সম্পর্কে স্মৃতিচারণ করেন সুলতানা ফেরদৌস আরা খানম। স্বাগত বক্তব্য প্রদান করেন ট্রাস্ট ফান্ডের সদস্য প্রিন্সিপ্যাল আবাসিক শিক্ষক শামীমা ফেরদৌস, সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হলের খÐকালীন আবাসিক শিক্ষক হোসনে আরা বেগম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, পরিচালক ও চেয়ারম্যানসহ হলের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ‘ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ড’-এর দাতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ফাতেমা ইকবালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শনিষ্ঠা, সত্যনিষ্ঠা এবং দৃষ্টান্তপ্রতীম এই ব্যক্তিত্বকে জানার প্রতি গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত ৯৫ বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষাই আলো’ স্পষ্টভাবে লেখা আছে। তোমরা শিক্ষা দ্বারা আলোকিত হচ্ছ কি-না সেদিকটা লক্ষ্য রাখবে। যে বিষয়েই লেখাপড়া করছ সে বিষয়ে পারদর্শী হয়ে উঠতে হবে। তোমাদের ভেতরে প্রদীপ জ্বলছে কি-না সেই বিষয়টি শিক্ষকরা সবসময় অনুভব করছে। আজকে বৃত্তির মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হচ্ছে। তোমাদেরকে উপলব্ধি করতে হবে নিজেদের ভেতরকার মূল্যায়নকে ও মূল্যবোধকে। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা কিংবা শুধুমাত্র ডিগ্রী অর্জন নয়, মানুষের প্রতি সহানুভূতি প্রকাশসহ তাদের প্রতি আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। সর্বোপরি দেশের প্রতি ভালোবাসা বজায় রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। উপাচার্য আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে জানা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহŸান জানান।
উল্লেখ্য, পাঁচটি অনুষদে শামসুন নাহার হলের ১৩জন মেধাবী শিক্ষার্থী এ বছর এই বৃত্তি লাভ করেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন: কলা অনুষদ থেকে সিম্মী আক্তার রুবি (উর্দু বিভাগ), মোছা: মৌসুমি খাতুন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) এবং লিমা সাহা (দর্শন বিভাগ); সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে সানী আগ্নেস আরেং ও সালমা আক্তার সিমা (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) এবং দীপিকা বিশ্বাস (সমাজবিজ্ঞান বিভাগ); ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে লিপি আক্তার (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ) এবং কান্তা ধর (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ); বিজ্ঞান অনুষদ থেকে সুরাইয়া আরফিন ত্বিষা (পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগ), সাজিয়া আক্তার মারিয়া (পদার্থবিজ্ঞান বিভাগ) এবং সৈয়দা আইরিন আক্তার (গণিত বিভাগ); জীববিজ্ঞান অনুষদ থেকে ফারিন আহমেদ মীম (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ) এবং সুরাইয়া সালমুন (মনোবিজ্ঞান বিভাগ)।
-------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হল মিলনায়তনে গতকাল ২ অক্টোবর ২০১৬ রবিবার সন্ধ্যায় “ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ডের বৃত্তি” প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্তদের মাঝে বৃত্তির চেক তুলে দেন। ছবিতে অতিথিদের সাথে বৃত্তিপ্রাপ্তদের দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)