ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট-এর উদ্যোগে আজ ৪ অক্টোবর ২০১৬ মঙ্গলবার সকালে ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক ইন্টারভেনশন ইন মেন্টাল হেলথ’ ( National Seminar on Clinical Social Work Intervention in Mental Health ) শীর্ষক দিনব্যাপী এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বিশেষায়িত ‘ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক মাস্টার্স প্রোগ্রাম’ কর্তৃক আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ঝুনু শামসুন নাহার। ‘ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক প্রোগ্রাম’র কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ শাহীন খান-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনার শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. মাহবুবা সুুলতানা। মূল প্রবন্ধে তিনি মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত শিক্ষা কর্মসূচীর পরিচর্যা ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শাহানা নাসরিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শারীরিক সুস্থতার উপর নির্ভর করে মানসিক সুস্থতা এবং মানসিক সুস্থতার উপর নির্ভর করে সামাজিক সুস্থতা। সাম্প্রতিক সময়ে ছেলের হাতে বাবা খুন হওয়া ঘটনার প্রসঙ্গ উদ্বৃত করে তিনি বলেন, সামাজিক অসুস্থতা সৃষ্টিই হচ্ছে মানসিক অসুস্থতা থেকে, সমাজ কলুষিত হচ্ছে মানসিক সুস্থতা বিঘিœত হওয়ার কারণেই। সমাজ পরিবর্তন করতে হলে মানসিক সুস্থতা ও সংবেদনশীল মনন প্রয়োজন, যা মনকে প্রসারিত করবে, সৃষ্টি করবে উদার মানসিকতা। কল্যাণমুখী সমাজ সৃষ্টি করা ও কল্যাণমুখীন মন-মানসিকতা তৈরি করার প্রধান শর্ত হলো উদারতা। উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করে সমাজকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
দিনব্যাপী উক্ত জাতীয় সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও তিনটি বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত হয়। সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক ও প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমান এবং ‘ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক মাস্টার্স প্রোগ্রাম’-এর কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মাহবুবা সুলতানা।
সেমিনার উপলক্ষ্যে ‘Inspire’ শীর্ষক একটি স্মারক সংকলন প্রকাশিত হয়েছে।
-------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট-এর উদ্যোগে আজ ৪ অক্টোবর ২০১৬ মঙ্গলবার সকালে ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক ইন্টারভেনশন ইন মেন্টাল হেলথ’ ( National Seminar on Clinical Social Work Intervention in Mental Health) শীর্ষক দিনব্যাপী এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। (ছবি : ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট-এর উদ্যোগে আজ ৪ অক্টোবর ২০১৬ মঙ্গলবার সকালে ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক ইন্টারভেনশন ইন মেন্টাল হেলথ’ ( National Seminar on Clinical Social Work Intervention in Mental Health ) শীর্ষক দিনব্যাপী এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিতে অতিথিদের সাথে ‘ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক মাস্টার্স প্রোগ্রাম’র শিক্ষার্থীদের দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)