ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল সর্বজনীন পূজা কমিটি-১৪২৩-এর আয়োজনে ‘শারদীয় দুর্গোৎসব বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৬ অক্টোবর ২০১৬ (২১ আশ্বিন ১৪২৩) বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজা উৎসব। আগামী ১১ অক্টোবর ২০১৬ (২৬ আশ্বিন ১৪২৩) মঙ্গলবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে দুর্গা পূজার আনুষ্ঠিকতা চলবে। এবারও ভিন্ন আঙ্গিকে পূজার আয়োজন করেছে হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।
জগন্নাথ হল সর্বজনীন পূজা উদযাপন কমিটি’র সভাপতি ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, কমিটির আহŸায়ক ও হলের আবাসিক শিক্ষক সন্তোষ কুমার দেব এবং সাধারণ সম্পাদক নিকুঞ্জ চন্দ্র রায়-এর উদ্যোগে এবারের দুর্গাপূজার কর্মসূচীর মধ্যে রয়েছে- ৬ অক্টোবর বৃহস্পতিবার ও ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার (২১ ও ২২ আশ্বিন) ষষ্ঠীপূজা অর্থাৎ দিবাবসানকালে দেবীর বোধন এবং দিবাবসানকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস; ৮ অক্টোবর ২০১৬ শনিবার (২৩ আশ্বিন) সপ্তমী পূজা উপযাপনে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন এবং বেলা ১১টায় অঞ্জলি প্রদান ও পূর্বাহ্নের মধ্যে সপ্তমী পূজা বিহিত; ৯ অক্টোবর ২০১৬ রবিবার (২৪ আশ্বিন) অষ্টমী পূজা উদযাপনে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে মহাষ্টমী পূজা বিহিত, বেলা ১১টায় অঞ্জলি প্রদান, বিকেল ৫টা ৩৯ মিনিটের মধ্যে সন্ধি পূজা আরম্ভ এবং সন্ধ্যা ৬টা ২৭ মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন; ১০ অক্টোবর ২০১৬ সোমবার (২৫ আশ্বিন) নবমী পূজা উদযাপনে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে মহানবমী পূজা বিহিত এবং বেলা ১১টায় অঞ্জলি প্রদান; সর্বশেষ ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার (২৫ আশ্বিন) দশমী পূজা উদযাপনে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে বিজয়া দশমী পূজা সমাপন ও দর্পণ বিসর্জন এবং সন্ধ্যায় শান্তিজল গ্রহণ।
উল্লেখ্য, সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিন সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পূজা উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসমূহ ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
-----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়