ভাবগম্ভীর পরিবেশে আজ ১৫ অক্টোবর ২০১৬ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় যে সকল ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে সকাল ৬:০০টায় বিশ্ববিদ্যালয়ের সকল হল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে সকাল ৭:৩০টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক মিছিল সহকারে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জগন্নাথ হল ‘স্মৃতি অক্টোবর’ স্মারক স্তম্ভে গমন ও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জগন্নাথ হল অক্টোবর স্মৃতিভবনস্থ টিভি কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য পঙ্কজ নাথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি এ্যাডভোকেট মোল্লা আবু কাওসার ও সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি পান্না লাল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক ইউনিটের আহŸায়ক অধ্যাপক আনোয়ার হোসেন, হলের প্রাক্তন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জগদীশ চন্দ্র শুক্লদাস, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবর, কর্মচারী সমিতির সভাপতি আবদুল কাদের, ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন, কারিগরি কর্মচারী সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্ঘটনার সময়ে আহত ছাত্র উপ-রেজিস্ট্রার বিপুল কুমার সাহা, হলের আবাসিক শিক্ষক সন্তোষ কুমার দেব প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার এবং আলোচনা সভা সঞ্চালন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান।
উপাচার্য প্রথমেই দুর্ঘটনায় নিহত ছাত্র ও অতিথিদের প্রতি শদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, “১৫ অক্টোবর শোক দিবস আমাদের দায়িত্বশীলতা, কর্তব্যপরায়ণতা, উদারতা এবং মানবিকতার তাগিদ দিয়ে যায়। এই দিবসের তাৎপর্য আমাদের কাছে অত্যন্ত কার্যকর, ১৫ই অক্টোবর এই শোক দিবস শিক্ষা দেয় দুর্যোগ সতর্কতার জন্য, তাই এই দিবসকে বিশ্ববিদ্যালয় সংরক্ষণ দিবস হিসেবে আমরা অভিহিত করে থাকি। বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ অনেক প্রাচীন ভবন রয়েছে, সে ভবনগুলো সম্পর্কে আমাদের সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। ঝুঁকি নিরসনে কিছু সংস্কার কাজ চলছে, কিছু আমরা হাতে নিয়েছি। আমাদের যার যার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে সকল দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। দায়িত্বহীনতার কারণে অনেক দঃুখজনক ঘটনার সৃষ্টি হয়। উপাচার্য চীনা দার্শনিক কনফুসিয়াসের একটি উক্তি উদ্বৃত করে বলেন, ‘যে কাজটি কর, তোমার হৃদয় দিয়ে কর।’ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল কাজ দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে করার আহŸান জানান। এ প্রত্যয় নিয়ে নিজেদের দায়িত্বে অবহেলা না করে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ ও অন্যান্য কাজ সুষ্ঠুভাবে যদি পালন করা যায় তাহলেই এই দিবসের মর্যাদা বৃদ্ধি পাবে ও তাৎপর্য উপলব্ধি করা যাবে।
প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই অসাম্প্রদায়িক চেতনায় ১৫ অক্টোবর মিলিত হয়েছিল উদ্ধার ও সহযোগিতা কার্যক্রমে। এ থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সে আদর্শে আজও আমরা অণুপ্রানিত হই।
শোক দিবস উপলক্ষে উপাসনালয় ও মসজিদসমূহে প্রার্থনা সভা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত, নিহতদের তৈলচিত্র ও তৎসম্পর্কিত দ্রব্যাদি প্রদর্শন, জগন্নাথ হল প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি, সন্ধ্যায় জগন্নাথ হল উপাসনালয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠান (শোক সঙ্গীত ও কবিতা আবৃত্তি) অনুষ্ঠিত হবে।
-------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে আজ ১৫ অক্টোবর ২০১৬ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোক মিছিল সহকারে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা জগন্নাথ হল ‘স্মৃতি অক্টোবর’ স্মারক স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। (ছবি : ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে আজ ১৫ অক্টোবর ২০১৬ শনিবার জগন্নাথ হল অক্টোবর স্মৃতিভবনস্থ টিভি কক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঞ্চে উপবিষ্ট প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার ও হলের প্রাক্তন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জগদীশ চন্দ্র শুক্লদাসকে দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে আজ ১৫ অক্টোবর ২০১৬ শনিবার জগন্নাথ হল অক্টোবর স্মৃতিভবনস্থ টিভি কক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবিতে উপাচার্যকে সভাপতির বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)