বামপন্থী আন্দোলনের প্রবীণ নেতা বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অজয় রায়-এর মরদেহে আজ ১৯ অক্টোবর ২০১৬ বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অজয় রায়ের কথা উল্লেখ করে বলেন, তিনি বাংলাদেশের বিভিন্ন প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। অসাম্প্রদায়িক প্রগতিশীল চেতনায় বাংলাদেশে সামাজিক আন্দোলনের মাধ্যমে সচেতনতা সৃষ্টির জন্য মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি কাজ করে গেছেন। তাঁর অবদান দেশবাসী স্মরণ রাখবে।
গতকাল উপাচার্য অজয় রায়-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়