ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ১ম বর্ষ ¯œাতক সম্মান শ্রেণির চ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ ১৯ অক্টোবর ২০১৬ বুধবার প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ দুপুরে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এসময় চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভর্তিচ্ছু মোট ১০ হাজার ২৪৮জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৮ হাজার ৪২১জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২০৮জন উত্তীর্ণ হয়েছে। চ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১৩৫টি। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। তাছাড়া, যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে K DU CHA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি sms-এ ফলাফল জানা যাবে।
ফলাফলের পরিসংখ্যান নি¤œরূপ :
১। আবেদনকারীর সংখ্যা : ১০,২৪৮
২। অংশগ্রহণকারীর সংখ্যা : ৮,৪২১
৩। অনুপস্থিত : ১,৮২৭
৪। পাশের সংখ্যা : ২০৮
৫। অনুত্তীর্ণ : ৮,২১৩
৬। পাশের হার : ২.৪৭%
পাশকৃত সকল ছাত্র-ছাত্রীদের আগামী ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০১৬ পর্যন্ত ওয়েবসাইটে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট কোটার ফরম ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০১৬ তারিখের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ২০ অক্টোবর থেকে ২৭ অক্টোবর ২০১৬ পর্যন্ত অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। আগামী ৮ নভেম্বর ২০১৬ তারিখে ওয়েবসাইটে প্রাপ্ত বিভাগ তালিকা প্রকাশ করা হবে।
------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ ১৯ অক্টোবর ২০১৬ বুধবার দুপুরে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে চ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)