ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক রোকেয়া বেগম-এর মৃত্যুতে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল ২২ অক্টোবর ২০১৬ শনিবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক রোকেয়া বেগম নিবেদিতপ্রাণ ও নিষ্ঠাবান একজন শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ইনস্টিটিউটে শিক্ষকতা করেছেন এবং শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষায় বিশেষ অবদান রেখেছেন। তিনি ইনস্টিটিউটের এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষেত্রে যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।
উপাচার্য মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অধ্যাপক রোকেয়া বেগম ১৯৪৭ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজানে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬২ সালে কুমিল্লার ফয়জুন্নেছা সরকারী বালিকা বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন এবং ১৯৬৫ সালে ঢাকার গভর্মেন্ট গার্লস কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৭৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৭ সালে সহকারী অধ্যাপক পদে, ১৯৯৫ সালে সহযোগী অধ্যাপক পদে এবং সর্বশেষ ২০০৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১২ সালের ৩০ জুন তিনি অবসর গ্রহণ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪টি।
উল্লেখ্য, অধ্যাপক রোকেয়া বেগম গতকাল ২২ অক্টোবর ২০১৬ শনিবার বিকেলে অসুস্থাবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়