বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা তিমির লাল দত্তের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ২৩ অক্টোবর ২০১৬ রবিবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, তিমির লাল দত্ত ছিলেন একজন নিষ্ঠাবান সাংবাদিক। তাঁর মৃত্যুতে দেশ একজন কর্তব্যনিষ্ঠ সাংবাদিককে হারালো। সাংবাদিকতা পেশার উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। সর্বোপরি তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। দেশবাসী মুক্তিযুদ্ধে ও পেশাগতভাবে তাঁর অবদানের কথা চিরদিন স্মরণ রাখবে।
উপাচার্য তিমির লাল দত্তের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাংবাদিক তিমির লাল দত্ত তাঁর কর্মজীবন শুরু করেন দৈনিক খবর পত্রিকার মাধ্যমে। এরপর তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর সর্বশেষ চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে সিনিয়র সাংবাদিক হিসেবে অবসর গ্রহণ করেন।
উল্লেখ্য, সাংবাদিক তিমির লাল দত্ত আজ সকালে অসুস্থাবস্থায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়