আজ ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শ্রেণিকক্ষ ও গবেষণাগার উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শ্রেণিকক্ষ ও গবেষণাগার উদ্বোধন করেন। এতে সম্মানিত অতিথি ছিলেন উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্প ( HEQEP )-এর এআইএস স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. মুহিবুর রহমান, ওয়ার্ল্ড ব্যাংক, এডুকেশন গেøাবাল প্র্যাকটিস-এর সিনিয়র অপারেশন অফিসার ড. মোখলেসুর রহমান, HEQEP এর উপ-প্রকল্প পরিচালক সোহেল আহমেদ, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম নুরুল আমিন। এছাড়াও বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই প্রকল্পের ব্যবস্থাপক ও অনুষদের ডীন অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথির বক্তব্যে বলেন- বিশ্বব্যাংক শুধু ব্যাংক হিসেবেই কাজ করে না, পৃথিবীর দরিদ্র জনগনের উন্নয়নেও কাজ করে। বিশ্ব ব্যাংকের কার্যক্রমের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কার্যক্রমের অভিজ্ঞতা আমাদের দেশে বা আমাদের দেশের কার্যক্রমের অভিজ্ঞতা অন্যান্য দেশে প্রয়োগ করার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে যুদ্ধ বিধ্বস্ত ও যুদ্ধাক্রান্ত দেশগুলোর উদাহরণ টেনে উপাচার্য বলেন- প্রযুক্তি যেন মানব জাতি ধ্বংসের কারণ না হয়ে যায়, কেমিক্যাল ওয়েপন্স আজ মানব সভ্যতাকেই ধ্বংসের সম্মুখীন করে দিয়েছে। বাংলাদেশ শান্তিকামি দেশ তাই শিক্ষা বা গবেষণা সবকিছুই নিয়োজিত করতে হবে শান্তির জন্য, সে লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে সম্পূর্ণ প্রকল্পের একটি চিত্র তুলে ধরেন। ঐঊছঊচ-এর আর্থিক সহায়তায় শ্রেণিকক্ষ আধুনিকায়ন, ৫টি গবেষণাগার আধুনিকায়ন, ১টি নতুন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব ও কম্পিউটার ল্যাব স্থাপন, ল্যাব ইকুইপমেন্টস সংযোজন, শিক্ষকদের জন্য ল্যাপটপ কম্পিউটার, একটি ওয়েবপেজ, বিভিন্ন কর্মশালা আয়োজন ছাড়াও পুরো বিল্ডিং ওয়াইফাই এর আওতায় আনা হয়েছে বলে উল্লেখ করেন।
অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ওয়ার্ল্ড ব্যাংক এবং উচ্চশিক্ষার মান উন্নয়ন প্রকল্পের সম্পর্ক তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও নতুন নতুন প্রকল্পের প্রস্তাবনা করার জন্য অনুপ্রাণিত করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে উপাচার্য সম্মানিত অতিথিদের সাথে নিয়ে আধুনিকায়িত গবেষণাগারসমূহ ঘুরে দেখেন।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আজ ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শ্রেণিকক্ষ ও গবেষণাগার উদ্বোধন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)