ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, লোক প্রশাসন বিভাগ ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ‘Enhancing Climate Resilience Practice and Governance’ শীর্ষক দু’দিনব্যাপী জাতীয় অংশগ্রহণমূলক কর্মশালা আজ ২৯ অক্টোবর ২০১৬ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। স্বাগত বক্তব্য দেন আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন, অধ্যাপক ড. আতিক রহমান প্রমুখ।
ড. মো. আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথির বক্তব্যে জলবায়ু পরিবর্তন এবং এর বিরুপ প্রভাব মোকাবেলায় বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ, কর্মসূচী ও সফলতার কথা উল্লেখ করে বলেন- দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও জনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত আছে।
সভাপতির বক্তব্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ বলেন- বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন ও এর বিরুপ প্রভাব মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করতে হবে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ একযোগে কাজ করে যাচ্ছে। দুর্যোগ মোকাবেলায় সামগ্রিকভাবে মধ্যম ও দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা দরকার। সেজন্যে সঠিক তথ্যের ভিত্তিতে জনসচেতনতা ও জনসম্পৃক্ততার মাধ্যমেই আমাদের বাসযোগ্য পৃথিবীকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে আমাদের জন্মভূমি বাংলাদেশকে।
এই কর্মশালায় চলমান ও সমাপ্ত জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত প্রকল্পসমূহের লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা উপস্থাপন করা হবে। এচাড়া, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ পরবর্তী স্বাভাবিকতা কীভাবে বাস্তসম্মতভাবে করা যায় এ বিষয়ে প্রস্তাবনা গ্রহণ করা হবে।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, লোক প্রশাসন বিভাগ ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ‘Enhancing Climate Resilience Practice and Governance’ শীর্ষক দু’দিনব্যাপী জাতীয় অংশগ্রহণমূলক কর্মশালা আজ ২৯ অক্টোবর ২০১৬ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। (ছবি : ঢাবি জনসংযোগ)