ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সত্যের সন্ধান করতে হবে। সত্য সংবাদ যত কঠিন হোক, খুঁজে বের করতে হবে। গতকাল ২৯ অক্টোবর ২০১৬ শনিবার সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) নির্বাহী পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য আরও বলেন, বাংলাদেশের যোগাযোগ ও সাংবাদিকতা পেশার উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যসোসিয়েশন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতে এ সংগঠনটি দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও খ্যাতি অর্জন করবে। ভবিষ্যতে ডিইউএমসিজেএএ একটি আদর্শ সংগঠন হিসেবে সবার কাছে পরিচিত হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি আলমগীর হোসেন। অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যালামনাইয়ের সাবেক সভাপতি প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সাবেক সম্পাদক স্বপন কুমার দাস, শিল্পী ফকির আলমগীর, অভিষেক প্রস্তুতি কমিটির আহŸায়ক আহমেদ পিপুল প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম মো. শহীদ খান ২০১৬-১৮ বছরের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
আনুষ্ঠানিকভাবে নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। এর আগে নতুন কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
গতকাল ২৯ অক্টোবর ২০১৬ শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) নির্বাহী পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিইউএমসিজেএএ-এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিতে অতিথিদের সাথে ডিইউএমসিজেএএ-এর নির্বাহী পরিষদের নবগঠিত কমিটির সদস্যদের দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)
গতকাল ২৯ অক্টোবর ২০১৬ শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) নির্বাহী পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিইউএমসিজেএএ-এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিতে উপাচার্যকে প্রধান অতিথির বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)