ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ‘ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ৩০ অক্টোবর ২০১৬ রবিবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্রীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। স্বাগত বক্তব্য রাখেন হলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহŸায়ক প্রিয়াংকা গোপ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর বক্তব্যের শুরুতেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গমাতা একজন গৃহবধু হয়েও রাজনৈতিক দূরদৃষ্টি ও ধীশক্তি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনে তাঁর অসাধারণ অবদান রয়েছে। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণ করতে তিনি শিক্ষার্থীদের এবং তরুণ প্রজন্মের নারী শক্তির প্রতি আহŸান জানান। হলের ছাত্রীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আজকের এই একবিংশ শতাব্দীতে তোমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। লেখাপড়ার মূল লক্ষ্য সত্যিকার মানুষ হিসেবে গড়ে ওঠা। তোমাদের আত্মপ্রশিক্ষণ নিতে হবে। সাজসজ্জা সবসময়ই বাহ্যিক কিন্তু ভেতরকার সৌন্দর্যই আসল। ভেতরে যদি সৌন্দর্য না থাকে সেটা প্রকৃত সুন্দরের প্রকাশ করে না। তিনি আরও বলেন, সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিই সুন্দর। সেই সৌন্দর্যকে আমরা অসুন্দর, অপকর্ম দিয়ে পৃথিবী ধ্বংস করার পথে চলেছি, যা মোটেই কাম্য নয়। ভেতরের প্রতিহিংসা থেকে বেরিয়ে হৃদয়ের সৌন্দর্য দরকার। সবশেষে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সত্যিকার শিক্ষা ও সাংস্কৃতিক প্রভাব তোমাদের উপর পড়ুক। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাÐের সাথে নিজেকে যুক্ত করবে।
অনুষ্ঠানে আভ্যন্তরীণ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্কিফিকেট এবং আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ও আভ্যন্তরীণ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। সবশেষে হলের ছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ‘ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ৩০ অক্টোবর ২০১৬ রবিবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবিতে অতিথিদের সাথে বিজয়ী ছাত্রীদের দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ‘ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ৩০ অক্টোবর ২০১৬ রবিবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবিতে হলের ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)