ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ ৩১ অক্টোবর ২০১৬ সোমবার প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ দুপুরে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এসময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ঘ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছু মোট ১ লক্ষ ৯ হাজার ১৭৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৭৬ হাজার ৯৮৯জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৭ হাজার ৫৬৬জন উত্তীর্ণ হয়েছে। ঘ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১,৪৫০টি। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।
ফলাফলের পরিসংখ্যান নি¤œরূপ :
১। আবেদনকারীর সংখ্যা : ১,০৯,১৭৩
২। অংশগ্রহণকারীর সংখ্যা : ৭৬,৯৮৯
৩। অনুপস্থিত : ৩২,১৮৪
৪। পাশের সংখ্যা : ৭,৫৬৬
(বিজ্ঞান-৪,১০১, মানবিক-২,১৪৯, ব্যবসায় শিক্ষা-১৩১৬)
৫। অনুত্তীর্ণ : ৬৯,৪১৪
৬। বাতিলকৃত : ০৯
৭। পাশের হার : ৯.৮৩%
(বিজ্ঞান-৯.২৯%, মানবিক-১৯.৩৪%, ব্যবসায় শিক্ষা-৬.০৫%)
পাশকৃত শিক্ষার্থীদের আগামী ৭ নভেম্বর থেকে ১৪ নভেম্বর ২০১৬ পর্যন্ত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর ২০১৬ তারিখের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ৩ নভেম্বর ২০১৬ পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। এতদসংক্রান্ত ফলাফল আগামী ৬ নভেম্বর ২০১৬ তারিখে অনুষদ অফিসে প্রকাশ করা হবে। আগামী ২১ নভেম্বর ২০১৬ তারিখে ওয়েবসাইটে বিষয় মনোনয়ন জানানো হবে।
------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ ৩১ অক্টোবর ২০১৬ সোমবার দুপুরে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ¯œাতক সম্মান শ্রেণির ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। (ছবি : ঢাবি জনসংযোগ)