ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে প্রাচ্যকলা বিভাগের উদ্যোগে ৬ষ্ঠ প্রাচ্য চিত্রকলা প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আজ ৮ নভেম্বর ২০১৬ মঙ্গলবার বিকেলে চারুকলার বকুলতলায় অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রসমালোচক মইনুদ্দিন খালেদ, চিত্রানুরাগী ও সংগ্রাহক মিখাইল আই ইসলাম এবং ভারতীয় চিত্রশিল্পী সমীর রায় ও স্বপন দাস। এ আয়োজন প্রাচ্যকলা বিভাগের সাথে রয়েছে ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রæপ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্র্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সবসময়ই বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করার চেষ্টা করে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রচেষ্ঠায় যে শিল্পচর্চা শুরু হয়েছিল, তা এতদিন ধরে চালু রাখার জন্য অনুষদকে ধন্যবাদ জানান তিনি। শিক্ষার্থীদের নৈতিকতার বোধ জাগ্রত করতে জাতীয়ভাবে শিক্ষা ব্যবস্থার মূল ধারায় কারু ও চারুকলা বিষয়ের সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর উপাচার্য গুরুত্বারোপ করেন। উপাচার্য শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের প্রয়োজনে এবং বর্তমান ধর্মীয় জঙ্গীবাদের মোকাবেলা করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাÐ বৃদ্ধি করার এবং একইসাথে সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা বাড়ানোর আহŸান জানান।
প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান ও চিত্র প্রদর্শনীর আহŸায়ক ড. মলয় বালার স্বাগত বক্তব্যের পর প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এবছর ১ম ২য় ও ৩য় পুরস্কারের পাশাপাশি ‘অনারেবল মেনশন এ্যাওয়ার্ড’ দেয়া হয় আরও ২জনকে। পুরস্কারের মধ্যে ছিল সার্টিফিকেট, ক্রেস্ট, বই এবং নগদ অর্থের চেক।
উল্লেখ্য, জয়নুল গ্যালারীতে ২৫ জন শিক্ষার্থীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় ৭৬ জন শিল্পীর ৯৬টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এছাড়াও রয়েছে প্রাচ্যকলা বিভাগের আয়োজনে ভারতীয় চিত্রশিল্পী স্বপন দাস এর পরিচালনায় ‘ওরিয়েন্টাল ওয়াশ পেইন্টিং’ কর্মশালা। এসময় একটি ওয়েবসাইট ও উদ্বোধন করা হয়। (িি.িড়ৎরবহঃধষঢ়ধরহঃরহমং.ড়ৎম)
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে প্রাচ্যকলা বিভাগের উদ্যোগে ৬ষ্ঠ প্রাচ্য চিত্রকলা প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আজ ৮ নভেম্বর ২০১৬ মঙ্গলবার বিকেলে চারুকলার বকুলতলায় অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রসমালোচক মইনুদ্দিন খালেদ, চিত্রানুরাগী ও সংগ্রাহক মিখাইল আই ইসলাম এবং ভারতীয় চিত্রশিল্পী সমীর রায় ও স্বপন দাস। ছবিতে অতিথিদের সাথে পুরস্কারপ্রাপ্তদের দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে প্রাচ্যকলা বিভাগের উদ্যোগে ৬ষ্ঠ প্রাচ্য চিত্রকলা প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আজ ৮ নভেম্বর ২০১৬ মঙ্গলবার বিকেলে চারুকলার বকুলতলায় অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রসমালোচক মইনুদ্দিন খালেদ, চিত্রানুরাগী ও সংগ্রাহক মিখাইল আই ইসলাম এবং ভারতীয় চিত্রশিল্পী সমীর রায় ও স্বপন দাস। ছবিতে উপাচার্যকে প্রধান অতিথির বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)