ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪২জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা ও মানপত্র পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্য থেকে ১২জন তাদের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকরা যে অবদান রেখেছেন তা ঢাকা বিশ্ববিদ্যালয় তথা জাতি স্মরণ রাখবে। একজন শিক্ষক কখনই অবসরে যান না, চাকুরীর মেয়াদ শেষ হয় কিন্তু শিক্ষকতা পেশার যে দ্বায়িত্ব তা সবসময়ই থাকে। তিনি আরও বলেন, একজন ভালো শিক্ষক প্রজন্মের পর প্রজন্ম শ্রেণীকক্ষে উপস্থিত থাকেন তার কর্মের মাধ্যমে। এ দেশ কতখানি এগিয়ে যাবে তা নির্ভর করছে শিক্ষার্থীরা কিভাবে তৈরি হচ্ছে, আর শিক্ষার্থীদের তৈরি করেন একজন শিক্ষক। উপাচার্য অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয় গর্বিত এবং পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা প্রবাহিত করার জন্য তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদায়ী শিক্ষকদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে বিদেশে যে কৃতিত্ব অর্জন করছে তার অবদান শিক্ষকদের। তাঁদের এই বুদ্ধিবৃত্তিক কর্মকাÐ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন ।
সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকগণ হলেন- অধ্যাপক বেগম খালেদা খানম (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ), অধ্যাপক ড. মোঃ আব্বাস আলী খান (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ), অধ্যাপক ড. সুশীল রঞ্জন হাওলাদার (স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট), অধ্যাপক ড. মুহাম্মদ ফজলুর রহমান (আরবী বিভাগ), অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ (আরবী বিভাগ), অধ্যাপক সৈয়দা ফিরোজা বেগম (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক মাজেদা চৌধুরী (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. সাগরময় বড়–য়া (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট), অধ্যাপক সাঈদা গাফফার (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট), অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম (ইংরেজী বিভাগ), অধ্যাপক ড. কায়সার মোঃ হামিদুল হক (ইংরেজী বিভাগ), অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), অধ্যাপক ড. সিদ্দিকা মাহমুদা (বাংলা বিভাগ), অধ্যাপক ড. আনিসুজ্জামান (দর্শন বিভাগ), অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম (দর্শন বিভাগ), অধ্যাপক লতিফা বেগম (দর্শন বিভাগ), অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুন (ইতিহাস বিভাগ), অধ্যাপক ড. রামেশ্বর মন্ডল (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ), অধ্যাপক ড. নার্গিস জাহান (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. আফতাব আলম খান (ভূতত্ত¡ বিভাগ), অধ্যাপক ড. মাহ্মুদ আলম (ভূতত্ত¡ বিভাগ), অধ্যাপক নিয়াজ আহমেদ (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট), অধ্যাপক ড. খায়ের জাহান সোগরা (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট), অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট), অধ্যাপক ড. এম সেকান্দার হায়াত খান (পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট), অধ্যাপক ড. মোঃ খলিলুর রহমান (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. ইশতিয়াক মাহমুদ (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ), অধ্যাপক এ কিউ এম আবদুস শাকুর খন্দকার (আধুনিক ভাষা ইনস্টিটিউট), অধ্যাপক ড. আ.ম.ম. আমানত উল্লাহ খান (ভূগোল ও পরিবেশ বিভাগ), অধ্যাপক ড. শাহনাজ হক হুসেন (ভূগোল ও পরিবেশ বিভাগ), অধ্যাপক ড. নাসিমা ফেরদৌস (পদার্থ বিজ্ঞান বিভাগ), অধ্যাপক শামীমা চৌধুরী (পদার্থ বিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. মোঃ আবদুল কাদের (রসায়ন বিভাগ), অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসেন শেখ (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. মোঃ আবদুল আউয়াল খান (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. মোঃ হেদায়েত হোসেন (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক কাজী আফরোজ জাহানআরা (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. নাসরীন আহমাদ (ভূগোল ও পরিবেশ বিভাগ এবং প্রো-উপাচার্য, শিক্ষা), অধ্যাপক ড. জারিনা রহমান খান (লোকপ্রশাসন বিভাগ), অধ্যাপক ড. শাহেদ হাসান (নৃবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. মোহাম্মদ আহ্সান আলী (নৃবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ)।
-------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি শিক্ষক সমিতি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪২জন অবসরপ্রাপ্ত শিক্ষককে গত ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে ক্রেস্ট ও মানপত্র প্রদান করেন। এসময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন। ছবিতে অতিথিদের সাথে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)
ঢাবি শিক্ষক সমিতি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪২জন অবসরপ্রাপ্ত শিক্ষককে গত ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে ক্রেস্ট ও মানপত্র প্রদান করেন।