ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন লাইব্রেরিয়ান বিশিষ্ট প্রাবন্ধিক, কথাসাহিত্যিক ও সংস্কৃতি বিশেষজ্ঞ ড. ফজলুল আলম-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বাণীতে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ফজলুল আলম মুক্তবুদ্ধি সম্পন্ন সাংস্কৃতিক বিশেষজ্ঞ এবং বিশিষ্ট লেখক ছিলেন। তাঁর লেখনী বাংলাদেশের প্রগতিশীল চেতনাকে উদ্বুদ্ধ করেছে। সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের প্রতিষ্ঠিত ধারণাকে তাঁর লেখনীর মাধ্যমে বস্তুনিষ্ঠভাবে আনুষ্ঠানিক জ্ঞান চর্চায় সম্পৃক্ত করেছেন। তিনি সংস্কৃত গবেষণায় মূল্যায়ন করেছেন বিশ্বায়ন ও বাঙালীর সাংস্কৃতিক পরম্পরাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আধুনিকায়নে তাঁর অবদান রয়েছে। তাঁর মৃত্যুতে সাহিত্য ও সাংস্কৃতিক অংগনে এক অপূরণীয় ক্ষতি হলো।
উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ড. ফজলুল আলম ১৯৪১ সালে বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করেছেন। সেখানে লাইব্রেরিয়ানশিপে চার্টার্ড, এথনিক রিলেশান্সে মাস্টার্স এবং কালচারাল স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে লাইব্রেরিয়ান হিসেবে যোগদান করেন এবং ২০০২ সালে অবসর গ্রহণ করেন। ২০০৪ সালে প্রকাশিত তাঁর উপন্যাস ‘ক্রান্তিকালে প্রতারক’ লন্ডন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিগ্রি কোর্সে পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। তিনি ২০০৮ সালে সিটি আনন্দ আলো পুরস্কার এবং ২০১৪ সালে বাংলা একাডেমির সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার লাভ করেন। সংস্কৃতিতত্ত¡ বিষয়ক তাঁর ‘সংস্কৃতি সমগ্র’ (২০১০) সুধীমহলে বহুল সমাদৃত হয়।
উল্লেখ্য, গতকাল ১৬ নভেম্বর ২০১৬ বুধবার দুপুরে ফজলুল আলম নগরীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়