গতকাল ১৬ নভেম্বর ২০১৬ বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনস্থ ‘শহীদ মৃণালকান্তি বোস স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার এর সভাপতিত্বে জগন্নাথ হল উপাসনালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি শ্রীকানুতোষ মজুমদার এবং বর্তমান সভাপতি শ্রীপান্নালাল দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ মৃণালকান্তি বোস এর ছোটভাই মুকুল বোস, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন চুন্নু, মহানগর পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি জে এল ভৌমিক, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শেখর দত্ত, সত্যরঞ্জন বাড়ৈ, বীরেন্দ্রনাথ অধিকারী এবং ‘দৈনিক বর্তমান’ এর উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক স্বপন সাহাসহ প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মৃণাল কান্তিসহ ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সম্প্রতি পাকিস্তান বাংলাদেশে তাদের পাওনা রয়েছে বলে যে দাবী করেছে - এ প্রসঙ্গে বলেন, ৩০ লাখ মানুষকে হত্যা, সাড়ে সাত কোটি মানুষের জীবনকে দুর্বিসহ করে তোলা এবং এশটি দেশকে পুড়িয়ে নিঃশ্বেস করে দেওয়া -এসব কিছুর ক্ষতিপূরণ দিয়ে পাকিস্তানকে তার সম্পদের হিসাব করতে হবে। উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান বিজ্ঞানে নিজেদের সমৃদ্ধ করার উদ্দেশ্যেই পাঠাগার স্থাপন করা হয়। জগন্নাথ হলের আবাসিক ছাত্ররা এই সুযোগ সুবিধা ব্যবহার করে নিজেদের সমৃদ্ধ করবে। বিশ্ববিদ্যালয়ে ‘ফিজিক্যাল স্পেস’ হয়তো কম কিন্তু ‘ডিজিটাল স্পেস’ সেই অভাব পূরণ করবে। একটি ল্যাপটপ আর তার সাথে ইন্টারনেট থাকলে জ্ঞান অর্জনের কোন প্রতিবন্ধকতাই থাকে না। উপাচার্য এ ব্যাপারে সার্বিক সাহায্য করার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে জগন্নাথ হলে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাকাÐে শহীদ হন তৎকালীন জগন্নাথ হলের ছাত্র মৃণালকান্তি বোস।
--------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
গতকাল ১৬ নভেম্বর ২০১৬ বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনস্থ ‘শহীদ মৃণালকান্তি বোস স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। (ছবি: ঢাবি জনসংযোগ)