আজ ২০ নভেম্বর ২০১৬ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দু’দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ¯œাতক এবং ¯œাতকোত্তর পর্যায় থেকে মোট ৫৩১জন প্রতিযোগী অংশগ্রহণের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করেছে। প্রতিযোগিতায় সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক এ কে এম মহিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ এর মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মাহবুবা নাসরিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন এর মডারেটর ড. ফাদার তপন কামিলুস ডি রোজারিও।
আগামীকাল প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক । এতে বিশেষ অতিথি থাকবেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
উল্লেখ্য, প্রতিযোগিতার বিষয়গুলো হলো - সংগীত, যন্ত্রসংগীত, নৃত্য, অভিনয়, আবৃত্তি, অবিরাম গল্প বলা, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা।
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আজ ২০ নভেম্বর ২০১৬ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দু’দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)