ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক দখল-দূষণ থেকে নদী রক্ষায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন হয়ে এগিয়ে আসার আহŸান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার এককভাবে নদী রক্ষা করতে পারবে না, নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল ১৯ নভেম্বর ২০১৬ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে রিভারাইন পিপল ও সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত জাতীয় নদী অলিম্পিয়াড-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য আরও বলেন, নদীকে কেন্দ্র করে সভ্যতার শুরু। সেই নদী দখল-দূষণে হারিয়ে যাচ্ছে। নদীর সঙ্গে মানুষের গভীর সম্পর্ক হারিয়ে যাচ্ছে। দখল-ভরাটে সুলভ নৌপথকে ধ্বংস করা হচ্ছে। নদী দূষিত হলে ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ যা মানুষেরই ক্ষতি ডেকে আনে। বিশুদ্ধ পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। এ জন্য তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। এমন অবস্থায় জাতীয় নদী অলিম্পিয়াডের মতো আয়োজন খুবই ভালো পদক্ষেপ।
তিন পর্বে অনুষ্ঠিত এ আয়োজনের দ্বিতীয় পর্বে অপরাহ্নে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমিন মুরশিদ, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন ও পরিচালক মোহাম্মদ এজাজ, দৈনিক সমকালের সহকারী সম্পাদক সুমন্ত আসলাম, অক্সফামের কর্মসূচি পরিচালক এমবি আখতার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমকাল সুহৃদ সমাবেশর বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ।
অনুষ্ঠানের ৩য় পর্বে জাতীয় নদী অলিম্পিয়াডে বিজয়ী ২০ শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মুহাম্মাদ মাহদী, সাদমান বিন আলম, মো. মেহেদী হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাফিসা জামান, ঢাবির মো. নাঈম উল ইসলাম, মো. মাহমাদুল হক, জাবির জোবায়ের কামাল, ঢাবির একান্ত বর্মণ, জাবির মো. মেহেদী জামান, ঢাবির ইকবাল হোসাইন, জাবির আরিফুর হরমান, ঢাবির প্রিয় রঞ্জন দাস, আব্দুল বাছিত, জাহিদুল ইসলাম, আবু নাসের মো. ইউ, ঋতু কর্মকার, মো. মাঈন হাওলা, মো. বোরহান উদ্দীন, মো. মিনহাজুল আরেফিন ও জাবির সুমাইয়া আলমগীর।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
গতকাল ১৯ নভেম্বর ২০১৬ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় নদী অলিম্পিয়াড-২০১৬’র উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।