ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের উদ্যোগে আজ ২১ নভেম্বর ২০১৬ বুধবার বিকেলে ১০ দিনব্যাপী ‘গবেষনা পদ্ধতি প্রশিক্ষণ কোর্স-২০১৬’-এর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাজল বন্দোপাধ্যায়।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উদ্বোধনী বক্তব্যে এ ধরণের আয়োজন করার জন্য মানববিদ্যা গবেষণা কেন্দ্রকে ধন্যবাদ জানান। তিনি বলেন বাস্তব জীবনে একজন কৃষক থেকে গৃহিনী পর্যন্ত সকলেই যার যার ক্ষেত্রে গবেষণায় নিয়োজিত থাকি। সচেতনভাবে না হলেও প্রতিনিয়ত আমরা বাস্তব জীবনের নানা বিষয়ে নানারকম গবেষণা করি। কিন্তু আনুষ্ঠানিকভাবে গবেষণা করতে গেলে গবেষণা পদ্ধতি সম্পর্কে জানা আবশ্যক। তাই গবেষনা পদ্ধতি প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরই এ ধরণের কোর্সের আয়োজন করে থাকে। যাতে শিক্ষার্থী ও গবেষকরা একটি গবেষনার শুরু থেকে গবেষণা প্রকাশ পর্যন্ত সবকিছু আয়ত্ত করতে পারে, শিখতে পারে। উপাচার্য পদ্ধতিগত গবেষণার উপর গুরুত্বারোপ করে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আরও উচ্চতর গবেষণায় নিয়োজিত হওয়ার আহŸান জানান।
--------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের উদ্যোগে আজ ২১ নভেম্বর ২০১৬ বুধবার বিকেলে ১০ দিনব্যাপী ‘গবেষনা পদ্ধতি প্রশিক্ষণ কোর্স-২০১৬’-এর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। ছবিতে উপাচার্যকে উদ্বোধনী বক্তব্য প্রদান করতে দেখা যাচ্ছে।(ছবি: ঢাবি জনসংযোগ)