ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ ২১ নভেম্বর ২০১৬ সোমবার প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ বিকেলে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এডভোকেট এএফএম মেজবাহউদ্দিন, ড. চন্দ্রনাথ পোদ্দার, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. রফিকুল ইসলাম, বিভিন্ন হলের প্রভোস্ট, অনলাইন ভর্তি কমিটি সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাসহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ২০১৬ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছু মোট ৫,৮৯১ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৪.৮৫৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪,২০১ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৬.৪% । প্রযুক্তি ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ৬০০টি। ফলাফল ও করণীয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েব সাইটে বিস্তারিত জানা যাবে।
------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ ২১ নভেম্বর ২০১৬ সোমবার প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ বিকেলে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। (ছবি : ঢাবি জনসংযোগ)