গতকাল ২১ নভেম্বর ২০১৬ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দু’দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ এর মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মাহবুবা নাসরিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন এর মডারেটর ড. ফাদার তপন কামিলুস ডি রোজারিও প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ততায় সাংস্কৃতিক কর্মকাÐ প্রসারের প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বর্তমান ধর্মীয় জঙ্গিবাদ এবং সামাজিক সহিংসতা মোকাবেলায় তরুণ যুব সমাজের মাঝে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করা অপরিহার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ¯œাতক এবং ¯œাতকোত্তর পর্যায় থেকে মোট ৫৩১জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন। প্রতিযোগিতার বিষয় ছিল - সংগীত, যন্ত্রসংগীত, নৃত্য, অভিনয়, আবৃত্তি, অবিরাম গল্প বলা, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা।
প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছেন তারা হলেন- উচ্চাঙ্গ সংগীত : মৌমিতা হক সেঁজুতি-১ম, সত্যজীৎ সরকার-২য়, পুজা মহন্ত-৩য়; নজরুল সংগীত : মৌমিতা হক সেঁজুতি-১ম, সৌম্য বড়াল-২য়, মো: তৌফিকুজ্জামান অপু-৩য়; রবীন্দ্র সংগীত : ঋভূ সরকার মিত্র-১ম, তাহমিদ ওয়াসীফ ঋভূ-২য়, ইসমত জাহান সানমুন-৩য়; দেশাত্মবোধক গান : তাহমিদ ওয়াসীফ ঋভূ-১ম, ইসমত জাহান সানমুন-২য়, ওমর ফারুক-৩য়, আধুনিক গান : সৌম্য বড়াল-১ম, আনিকা শারমিলা কৃপা-২য়, মো: জসীম উদ্দিন-৩য়; ভক্তিমূলক গান : মো: রেওয়ানুল হক পিয়াল-১ম, মো: শরিফুল ইসলাম-২য়, পার্থ দেব বর্মন-৩য়; লোকসংগীত : মো: জসমী উদ্দীন-১ম, মো: ওমর ফারুক-২য়, সৌম্য বড়াল-৩য়; যন্ত্রসংগীত (তবলা) : শিশির মাহমুদ মোহন-১ম, মো: মিজানুর রহমান-২য়, বেনাম চন্দ্র-৩য়; যন্ত্রসংগীত (বাঁশি) : জাওয়াদ মুস্তাকীম আল মুবাল্লিগ-১ম, নয়ন কর্মকার-২য়, মো: সেলিম রেজা-৩য়; উচ্চাঙ্গ নৃত্য : নীলাদ্রি পাল-১ম, সোনামনি কর্মকার-২য়, জবা রানী বিশ্বাস-৩য়; সাধারণ নৃত্য : সানজিদা পারভীন-১ম, মালিহা তাবাসসুম রিয়া-২য়, নীলাদ্রি পাল-৩য়; লোকনৃত্য : সামিয়াজ জাহান প্রাপ্তি-১ম, নীলাদ্রি পাল-২য়, মো: রিফাত হোসেন (রুবেল)-৩য়; তাৎক্ষণিক অভিনয় : সাগর কর-১ম, ইমতেনান মোহাম্মদ জাকি-২য়, তিথী চক্রবর্তী-৩য়; স্ব-নির্ধারিত অভিনয় : কামরুন্নাহার মুন্নী-১ম, মো: রাগীব রহমান-২য়, নাজমুন নাফিস খান-৩য়; মূকাভিনয় : বিশ্বজিৎ চক্রবর্তী-১ম, নুজহাত নূয়েরী-২য়, মো: এমরান হোসেন-৩য়; আবৃত্তি (নির্ধারিত) : মো: রাগীব রহমান-১ম, তাসনিম সরকার-২য়, নিলয় পাল দীপ্ত-৩য়; আবৃত্তি (স্ব-নির্ধারিত) : কাজী আরিফুর রহমান-১ম, আক্তারী সার সাবাহ-২য়, ইশতিয়াক আহমেদ-৩য়; অবিরাম গল্প বলা : কামরুন্নাহার মুন্নী-১ম, সাইফুল্লাহ মাহফুজ অর্ক-২য়, জালিস মাহমুদ-৩য়; বিতর্ক (বাংলা) : ফয়সাল মোল্লা-সেরা বিতার্কিক, জালিস মাহমুদ, শাফি আবদুল্লাহ, মাইনুল আবরার-দলগত চ্যাম্পিয়ন, শফিউল আজম, কাজী হাসানুজ্জামান, ফয়সাল মোল্লা- দলগত রানার্স আপ; বিতর্ক (ইংরেজি) : কাজী সালমান ওয়ালী-সেরা বিতার্কিক, ফাহিম বিন ফারুক, কাজী সালমান ওয়ালী, ইয়ান সাদিক ইশতি-দলগত চ্যাম্পিয়ন; নাজিফা মুনিরাত কাদের, তামান্না তাসনিম ইতি, ইসরাত জাহান ইভা-দলগত রানার্স আপ; উপস্থিত বক্তৃতা (বাংলা) : মো: শাওন সরদার-১ম, আবুল বাশার-২য়, মো; ইয়াসির ইউনূছ-৩য় এবং উপস্থিত বক্তৃতা (ইংরেজি) : সুমাইয়া ইশবাল-১ম, মো: শাইয়ান সাদিক-২য়, মালিহা নোশিন খান-৩য়। চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর ২০১৬ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দু’দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
গতকাল ২১ নভেম্বর ২০১৬ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দু’দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিতে অতিথিদের সাথে পুরস্কারপ্রাপ্তদের দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)
গতকাল ২১ নভেম্বর ২০১৬ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দু’দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিতে উপাচার্যকে প্রধান অতিথির ভাষণ দিতে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)
ছবির ক্যাপশন-৩
গতকাল ২১ নভেম্বর ২০১৬ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দু’দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। (ছবি: ঢাবি জনসংযোগ)