ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজ এন্ড রিসার্চ ইন বায়োলজিক্যাল সায়েন্সেস-এর উদ্যোগে ‘স্যার জগদীশ চন্দ্র বসু’র জন্ম-মৃত্যু বার্ষিকী উদ্যাপন-২০১৫’ উপলক্ষে গতকাল ২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার সকালে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনানুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম ইমদাদুল হক। অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন কোলকাতাস্থ বোস ইনস্টিটিউটের অধ্যাপক ড. এ এন লাহিড়ী মজুমদার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্যার জগদীশ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, মানব সভ্যতাকে এগিয়ে নিতে জগদীশ চন্দ্র বসুর অবদান অপরিসীম, তিনি বিজ্ঞানের সকল শাখাকে এক জায়গায় নিয়ে আসতে চেয়েছেন। উদ্ভিদের জীবন আছে, অনুভূতি আছে এই কথাটি আমাদের সভ্যতা ও জীবজ্ঞিানকে অনেক এগিয়ে নিয়ে গেছে। পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা দূরদৃষ্টি সম্পন্ন, তারা সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকেন। জগদীশ চন্দ্র বসু তেমনই একজন যথার্থ মানুষ, যথার্থ বিজ্ঞানী ছিলেন। তিনি এমনসব যন্ত্র আবিস্কার করেছিলেন যা মানব সভ্যতা ও গবেষণার কাজে এখন পর্যন্ত ব্যবহারিকভাবে কাজে লাগছে। সমাজবিজ্ঞান, ব্যবসা প্রশাসন, কলা বা চারুকলা কিংবা দর্শন সবকিছুই বিজ্ঞানের অন্তর্ভুক্ত তাই আন্তঃবিভাগীয় ও আন্তঃবিষয়ক সংযোগ ঘটাতে হবে। পরিশেষে, এই ধরণের মানুষদের নিয়ে কাজ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পৃষ্ঠপোষকতা করার জন্য বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়কে উপাচার্য ধন্যবাদ জানান ।
উপাচার্য বক্তৃতানুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজ এন্ড রিসার্চ ইন বায়োলজিক্যাল সায়েন্সেস এর পক্ষ থেকে অধ্যাপক ড. অরুণ কুমার বসাক ও অধ্যাপক ড. এ এন লাহিড়ী মজুমদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজ এন্ড রিসার্চ ইন বায়োলজিক্যাল সায়েন্সেস -এর উদ্যোগে স্যার জগদীশ চন্দ্র বসু’র জন্ম-মৃত্যু বার্ষিকী উদ্যাপন-২০১৫ উপলক্ষে গতকাল ২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার সকালে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশেষ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম ইমদাদুল হক। মূল বক্তব্য প্রদান করেন কোলকাতাস্থ বোস ইনস্টিটিউটের অধ্যাপক ড. এ এন লাহিড়ী মজুমদার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক। (ছবি: ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজ এন্ড রিসার্চ ইন বায়োলজিক্যাল সায়েন্সেস -এর উদ্যোগে স্যার জগদীশ চন্দ্র বসু’র জন্ম-মৃত্যু বার্ষিকী উদ্যাপন-২০১৫ উপলক্ষে গতকাল ২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার সকালে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশেষ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম ইমদাদুল হক। মূল বক্তব্য প্রদান করেন কোলকাতাস্থ বোস ইনস্টিটিউটের অধ্যাপক ড. এ এন লাহিড়ী মজুমদার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক। ছবিতে উপাচার্যকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করতে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)