ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত গতকাল ২৭ নভেম্বর ২০১৬ রবিবার রাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. আবুল হাসনাত একজন মেধাবী শিক্ষক ছিলেন। ফার্মাকোলজি বিষয়ে একজন বিশেষজ্ঞ হিসেবে তিনি পরিচিত ছিলেন। উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অধ্যাপক ড. আবুল হাসনাত ১৯৬৯ সালে নরসিংদীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে এসএসসি এবং ১৯৮৬ সালে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে প্রথম বিভাগে ৪র্থ স্থান লাভ করে বিফার্ম (অনার্স) এবং ১৯৯০ সালে ১ম বিভাগে ১ম স্থান অধিকার করে এমফার্ম ডিগ্রি লাভ করেন। তিনি ২০০২ সালে যুক্তরাজ্যের ম্যাচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আবুল হাসনাত ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০২ সালে সহকারী অধ্যাপক পদে উন্নিত হন। ২০০৩ সালে ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগ প্রতিষ্ঠা হওয়ার পর তিনি উক্ত বিভাগে যোগদান করেন। তিনি ২০০৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৯ সালে অধ্যাপক পদে উন্নিত হন।
অধ্যাপক আবুল হাসনাত স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল তাঁর মরদেহ ভারত থেকে আসার পর জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়