ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে “ Mapping the Terrain of Mass Media Research in Bangladesh: Critical Perspectives ” শীর্ষক দু’দিন ব্যাপী প্রথম জাতীয় সম্মেলন আজ ২৯ নভেম্বর ২০১৬ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সকালে এই সম্মেলন উদ্বোধন করেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া, অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো: গোলাম রহমান।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন গণমাধ্যমকে বস্তুুনিষ্ঠ হতে হবে। এখানে নিরপেক্ষতার নামে স্বৈরাচার ও গণতন্ত্র কিংবা রাজাকার ও মুক্তিযোদ্ধাদের এক পাল্লায় মাপার সুযোগ নেই। ভারসাম্য রক্ষার নামে গণমাধ্যম মাঝখানে হাঁটতে পারেনা। গণমাধ্যম গণতন্ত্রের প্রতিপক্ষ নয় উল্লেখ করে মন্ত্রী বলেন গণমাধ্যম সরকারের সমালোচনা করতে পারে, তবে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হতে পারেনা। খুনি, সন্ত্রাসী বা জঙ্গিগোষ্ঠীর পক্ষেও গণমাধ্যমের অবস্থান কাম্য নয়। গণতন্ত্র রক্ষা ও জঙ্গিবাদ নির্মূলে গণমাধ্যমকে নির্মোহভাবে কাজ করতে হবে। ধার্মিকতা বনাম সাম্প্রদায়িকতার পার্থক্য জনগণের কাছে তুলে ধরতে হবে। গণমাধ্যমের প্রযুক্তিগত ও আইনগত চ্যালেঞ্জ মোকাবেলায় শিগ্গিরই জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হবে বলে তিনি জানান।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া ব্যক্তি স্বাধীনতা সম্ভব নয়। এই স্বাধীনতা উপভোগের পাশাপাশি গণমাধ্যমকে দায়বদ্ধ হতে হবে। দেশের গণমাধ্যম বর্তমানে অবাধ স্বাধীনতা ভোগ করছে উল্লেখ করে তিনি বলেন এই স্বাধীনতার কতটুকু সদ্ব্যবহার করা হচ্ছে তা এখন দেখার বিষয়। এজন্য গণমাধ্যমের আত্ম-সমালোচনা দরকার। একবিংশ শতাব্দীকে যোগাযোগের শতাব্দী হিসাবে অভিহিত করে তিনি বলেন তথ্যপ্রযুক্তির কল্যাণে গোটা পৃথিবী একই পল্লীতে পরিণত হয়েছে। সারা বিশ্বে মানুষের যোগাযোগ বেড়েছে, কিন্তু পরিবারের সদস্যদের মধ্যেই যোগাযোগ নেই। তাই সন্তানদের জঙ্গি কর্মকাÐ সম্পর্কে পিতামাতা জানেন না। তিনি আন্ত:ব্যক্তিক যোগাযোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, মানুষের মনই প্রকৃত গবেষণাগার। সেখান থেকেই সত্যানুসন্ধ্যান ও সত্য প্রকাশের কাজ শুরু করতে হবে।
-------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে “ Mapping the Terrain of Mass Media Research in Bangladesh: Critical Perspectives ” শীর্ষক দু’দিন ব্যাপী প্রথম জাতীয় সম্মেলন আজ ২৯ নভেম্বর ২০১৬ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সকালে এই সম্মেলন উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে “ Mapping the Terrain of Mass Media Research in Bangladesh: Critical Perspectives ” শীর্ষক দু’দিন ব্যাপী প্রথম জাতীয় সম্মেলন আজ ২৯ নভেম্বর ২০১৬ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সকালে এই সম্মেলন উদ্বোধন করেন। এসময় সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মরনিকার মোড়ক উন্মোচন করা হয়। (ঢাবি জনসংযোগ)