ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের কুমামোত বিশ্ববিদ্যালয়-এর মধ্যে Sakura Science Exchange Program এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৭জন শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল গত ৪ ডিসেম্বর ২০১৬ রবিবার জাপানের উদ্দেশ্যে যাত্রা করেছে। যাত্রার প্রাক্কালে বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে তাঁর অফিসে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলটি জাপানের গবেষণা, সায়েন্টিফিক কনফারেন্স এবং সামাজিক কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবে।
এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের কুমামোত বিশ্ববিদ্যালয়-এর মধ্যে Sakura Science Exchange Program এর আওতায় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের তিন জন শিক্ষক ১৫ ডিসেম্বর ২০১৬ জাপানের কুমামোত বিশ্ববিদ্যালয়ে গবেষণার উদ্দেশ্যে গমন করবেন। শিক্ষকরা হলেন- অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, ড. পাপিয়া হক এবং আবুল খায়ের মল্লিক।
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের কুমামোত বিশ্ববিদ্যালয়-এর মধ্যে Sakura Science Exchange Program এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৭জন শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল গত ৪ ডিসেম্বর ২০১৬ রবিবার জাপানের উদ্দেশ্যে যাত্রা করেছে। যাত্রার প্রাক্কালে বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে তাঁর অফিসে সাক্ষাৎ করে। (ছবি : ঢাবি জনসংযোগ)