ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের (৪৭) মৃত্যুতে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, তিনি শুধুমাত্র একজন রাজনীতি সচেতন ছিলেন না, সৃষ্টিশীল সংস্কৃতিসচেতন ব্যক্তিত্ব ছিলেন। উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মাহবুবুল হক শাকিল ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তিনি ময়মনসিংহ জেলা স্কুল থেকে এসএসসি ও আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। মাহবুবুল হক শাকিল এর আগে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। তার বাবা অ্যাডভোকেট জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি। সাবেক এই ছাত্রনেতা সাহিত্য অনুরাগী ও লেখক ছিলেন। তার প্রকাশিত বইগুলো হলো- ‘খেরোখাতার পাতা থেকে’ ও ‘মন খারাপের গাড়ী’।
উল্লেখ্য, মাহবুবুল হক শাকিল আজ ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার দুপুরে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়