ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ¯œাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল আজ ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার দুপুরে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এসময় তাঁর সঙ্গে জীববিজ্ঞান অনুষদের ডিন ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ¯œাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা গত ২ ডিসেম্বর ২০১৬ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় ২,২০০ আসনের জন্য ৮,৫০০ জন ভর্তিচ্ছু আবেদনকারীর মধ্যে ৫,০৯২জন অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৩৭৭জন উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েব সাইটে জানা যাবে। এছাড়া, আবেদনকারীরা যে কোন অপারেটর মোবাইল ফোন থেকে DU GOC
ফলাফলের পরিসংখ্যান নি¤œরূপ :
১। আবেদনকারীর সংখ্যা : ৮৫৫৩
২। অংশগ্রহণকারীর সংখ্যা : ৫০৯২ (বিজ্ঞান: ২৮৮২, মানবিক: ৯৩৮,
ব্যবসায়: ১২৪১,গার্হস্থ্য অর্থনীতি: ৩১)
৩। অনুপস্থিত : ৩৪৬১
৪। পাশের সংখ্যা : ৪৩৭৭ (বিজ্ঞান: ২৫৭৮, মানবিক: ৭৫১,
ব্যবসায়: ১০১৭,গার্হস্থ্য অর্থনীতি: ৩১)
৫। অনুত্তীর্ণ : ৬৬৪
৬। বাতিলকৃত : ৫১
৭। পাশের হার : ৮৬% (বিজ্ঞান: ৮৯.৪৫%, মানবিক: ৮০.০৬%,
ব্যবসায়: ৮১.৯৫%,গার্হস্থ্য অর্থনীতি: ১০০%)
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার দুপুরে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। (ছবি : ঢাবি জনসংযোগ)