ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের উদ্যোগে গতকাল ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার সন্ধ্যায় বাউল সন্ধ্যা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিজয়ের মাসে সকলকে শুখেচ্ছা জানিয়ে বলেন, ডিসেম্বর মাসের প্রতিটি দিনই জাতির নতুন নতুন অর্জন রয়েছে। ডিসেম্বর মাসের প্রতিটি দিনই বাঙালি এগিয়ে গেছে, পিছিয়ে আসেনি। তিনি আরও বলেন, বাউল সঙ্গীত, বাঙালি সংস্কৃতি আমাদের নতুন দিনের পথ দেখায়। এ সময় আমাদের মানবতা জাগ্রত করতে হবে। মনের অন্ধত্ব থেকে মুক্তির জন্যই আমাদের বাউল সঙ্গীত, আমাদের লালনের সঙ্গীত। সর্বোপরি দেশের জন্য যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুই সর্বোত্তম মৃত্যু। বড় আত্মত্যাগের মধ্যে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেটিকে বাস্তবায়ন করতে হবে। সে কথা আমাদের মনে রাখতে হবে।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের উদ্যোগে গতকাল ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার সন্ধ্যায় বাউল সন্ধ্যা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিতে উপাচার্যসহ অতিথিদের অনুষ্ঠান উপভোগ করতে দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের উদ্যোগে গতকাল ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার সন্ধ্যায় বাউল সন্ধ্যা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিতে উপাচার্যকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করতে দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)