লিওনার্ড চেশিয়ার ডিজ্অ্যাবিলিটি বাংলাদেশ (এলসিবিডি)-এর উদ্যোগে এবং অ্যাননটেক্স ট্রাস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় আজ ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার অপরাহ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাদা ছড়ি বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলসিবিডি’র প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। এসময় অ্যাননটেক্স গ্রæপের বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক কাজী এম এম সারোয়ার উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রতিবন্ধীদের সহায়তা করার উদ্যোগ গ্রহণ করায় লিওনার্ড চেশিয়ার ডিজঅ্যাবিলিটি বাংলাদেশকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে আসার জন্য অ্যাননটেক্স ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিও আহŸান জানান।
-------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
লিওনার্ড চেশিয়ার ডিজঅ্যাবিলিটি বাংলাদেশ (এলসিবিডি)-এর উদ্যোগে এবং অ্যাননটেক্স ট্রাস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় আজ ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার অপরাহ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাদা ছড়ি বিতরণ করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)