ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসব ২০১৬’ গতকাল ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার রবীন্দ্রনাথের জন্মস্থান জোড়াসাঁকোতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাপ্ত হলো।
উৎসবের দ্বিতীয় ও শেষ দিনে পরিবেশিত হয় সংগীত বিভাগের পরিবেশনায় লোকগান এবং নৃত্যকলা বিভাগের উদ্যোগে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে ‘সোনাই মাধব’ নৃত্যনাট্য। উৎসবের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ দেশের গান পরিবেশন করে।
গত ১৬ ডিসেম্বর ২০১৬ শুক্রবার বিজয় দিবসের সন্ধ্যায় উক্ত উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরী। উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা ও সংগীত বিভাগের চেয়ারপার্সন মহসিনা আক্তার খানম (লীনা তাপসী)-এর নেতৃত্বে ২৫জন শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উৎসব শেষে প্রতিনিধিদল আগামীকাল দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, আগামী বছর ২০১৭ সালের ফেব্রæয়ারি-মার্চের মধ্যে সুবিধা মতো সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হবে রবীন্দ্রভারতী উৎসব।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়