ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রতীক ‘অপরাজেয় বাংলা’র নির্মাণপর্ব নিয়ে প্রয়াত মিশুক মুনীরের আলোকচিত্র সম্বলিত ‘মন জানালা’ শীর্ষক একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন ‘অপরাজেয় বাংলা’র স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালিদ, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, নাট্যজন ম হামিদ প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের প্রতীক ‘অপরাজেয় বাংলা’ শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন নয় সব প্রগতিশীল আন্দোলনের প্রেরণার প্রতীক হিসেবে প্রতীকায়িত। আলোকচিত্রী মিশুক মুনীর এই ‘অপরাজেয় বাংলা’র নির্মাণপর্বকে আলোকচিত্রে সেই সময়কে ধরে রেখেছিলেন। সেসব ছবি নিয়ে প্রকাশিত হল এই গ্রন্থটি। গ্রন্থটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন।
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রতীক ‘অপরাজেয় বাংলা’র নির্মাণপর্ব নিয়ে প্রয়াত মিশুক মুনীরের আলোকচিত্র সম্বলিত ‘মন জানালা’ শীর্ষক একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিতে অতিথিদের গ্রন্থের মোড়ক উন্মোচন করতে দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)