ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদুল্লাহ হলের নবনির্মিত প্রধান ফটক আজ ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার বিকেলে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, ফটকের নক্শার স্থপতি এস এম আমিনুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ কে এম আফজালুল হক এবং হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উদ্বোধনী বক্তব্যে বিজয়ের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ৩০লক্ষ শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি আরও স্মরণ করেন মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয় পরিবারের শহীদ সদস্যদের। কার্জন হল ও শহীদুল্লাহ্ হলের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য বলেন- একটি ফটক শুধু নিরাপত্তা নয়, ঐতিহ্যের পরিচিতিও বহণ করে। পরিশেষে উপাচার্য ফটকটির দীর্ঘস্থায়ীত্বের গুরুত্বারোপ করে যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্চা আহŸান জানান।
--------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদুল্লাহ হলের নবনির্মিত প্রধান ফটক আজ ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার বিকেলে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। (ছবি: ঢাবি জনসংযোগ)