ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান সামসুল আরেফিনের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান একজন মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষক ছিলেন। মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমিক হিসেবে সামাজিক বিজ্ঞানের গবেষণা ও তত্ত¡-চিন্তায় তিনি বিশেষ অবদান রেখেছেন। উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অধ্যাপক ড. হেলাল উদ্দিন খানের মরদেহ গতকাল ২৫ ডিসেম্বর ২০১৬ রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আনা হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অপরাজেয় বাংলার পাদদেশে রক্ষিত মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, মরহুমের ভাই ড. মহিউদ্দিন খান আলমগীর, ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সমিতির নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিপুল সংখ্যক গুণগ্রাহী।
অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান ১৯৪৭ সালের ১ ফেব্রæয়ারি চাঁদপুর জেলার গুলবাহার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬২ সালে পোর্ট ট্রাস্ট হাই স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৬৪ সালে কায়েদ-ই-আজম কলেজ ঢাকা থেকে এইচএসসি পাশ করেন। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বিএ (অনার্স) এবং ১৯৬৮ সালে এম এ ডিগ্রি লাভ করেন। ১৯৭৬ সালে কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি নিউফাউন্ডল্যান্ড থেকে এম এ ডিগ্রী লাভ করেন। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের সাইরাকাস ইউনিভার্সিটি থেকে পিএইচ ডি অর্জন করেন। অধ্যাপক ড. হেলাল উদ্দিন ১৯৭১ সালের ২ ফেব্রæয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৫ সালের ৩ জুন সহকারী অধ্যাপক পদে, ১৯৮৬ সালের ৪ এপ্রিল সহযোগী অধ্যাপক পদে এবং ১৯৯৪ সালের ২০ এপ্রিল অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর ইউরোপীয় ইউনিয়ন অব বাংলাদেশ-এর প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান সামসুল আরেফিন গত ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ্যাপক ড. হেলাল উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নৃবিজ্ঞান চর্চা ও শিক্ষায় ড. হেলাল উদ্দিন খানের অবদান স্মরণ করে বলেন, তাঁর ইন্তেকালে নৃবিজ্ঞান চর্চার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়