বিজয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ‘বাংলা দর্পণ’ এর উদ্যোগে ‘চেতনায় ৭১’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়।
‘বাংলা দর্পন’ এর প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ‘চেতনায় ৭১’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং ১১জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতির বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপাচার্য বলেন, বিজয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ‘চেতনায় ৭১’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন, বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় ছোট কাগজ ‘বাংলা দর্পণ’কে উপাচার্য ধন্যবাদ জানান। উপাচার্য আশা করেন বাংলা দর্পণ সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করবে এবং সুস্থ-সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা রাখবে।
বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্ত ১১জন বিশিষ্ট ব্যক্তিরা হলেন- (মুক্তিযুদ্ধ)-বীর মুক্তিযোদ্ধা লে: কর্ণেল (অব:) নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) এমপি, (শিক্ষা)- অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, (শিল্পকলা)- অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদ, (চিকিৎসা)- অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, (সাহিত্য)- অধ্যাপক ড. মনিরুজ্জামান, (সঙ্গীত)- অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, (সাংবাদিকতা)- স্বপন কুমার সাহা, (ব্যাংকিং ও বিনিয়োগ)- অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, (সমাজসেবা)- মো. মোখলেসুর রহমান, (নারী উন্নয়ন)- নিগার সুলতানা এবং (উদ্যোক্তা)- মীর মোবাশ্বের আলী স্বপন।
-----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিজয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ‘বাংলার দর্পণ’ এর উদ্যোগে ‘চেতনায় ৭১’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বাংলার দর্পন’ এর প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিতে উপাচার্যের সাথে সংবর্ধনাপ্রাপ্তদের দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)